আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং

নাটোরের নলডাঙ্গা উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয় উদ্বোধন

ইউসুফ হোসেন, নাটোর প্রতিনিধি:

দীর্ঘ ১ যুগ প্রতীক্ষার পর অবশেষে নাটোরের নলডাঙ্গা উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার দুপুরে নলডাঙ্গা ডাক বাংলো ভবনে অস্থায়ী উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের উদ্বোধন করেন নাটোর-নলডাঙ্গা- ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি।নলডাঙ্গা সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা সাব-রেজিষ্ট্রার গোলাম সারোয়ার,উপজেলা ভূমি সহকারী কমিশনার রাকিবুল হাসান,জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনির প্রমুখ।
উদ্বোবনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শফিকুল ইসলাম শিমুল বলেন,আজ এই নলডাঙ্গা উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে উদ্বোধন হল।আগামী ৫ মার্চ এর কার্যক্রম শুরু হবে।সপ্তাহে দুইদিন জমি রেজিষ্ট্রি কার্যক্রম চলবে।সাধারন মানুষ যেন জমি রেজিষ্ট্রি করতে এসে কোন ভোগান্তি ও অতিরিক্ত টাকা আদায় করা না হয়।
উল্লেখ্য ২০১৩ সালে নলডাঙ্গা উপজেলা পরিষদ গঠিত হলেও প্রায় ১ যুগেও সাব-রেজিষ্ট্রার কার্যালয় চালু না হওয়ায় জমি রেজিষ্ট্রার করতে নাটোর জেলা সদরে যেতে হত সাধারন মানুষদের।এতে ভোগান্তি ও অতিরিক্ত খরচ হতো।দীর্ঘদিন থেকে নলডাঙ্গা উপজেলা কার্যালয় স্থাপনের দাবী ছিল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ