আজ ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

নলডাঙ্গা পৌরসভার ১০৭ কোটি টাকা বাজেট ঘোষণা

ইউসুফ হোসেন, নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।বাজেটে উন্নয়ন হিসেবে আয় ধরা হয়েছে ১০৭ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৬২২ টাকা,উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১০৭ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৭৭৭ টাকা।রোববার বেলা ১১ টার দিকে পৌরসভা চত্ত্বরে পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির এ বাজেট ঘোষণা করেন।বাজেট অনুষ্ঠানে নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,পৌরসভার সরকারী প্রকৌশলী সাগর মন্ডল,পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াস,কাউন্সিলর ফরহাদ হোসেন,মাহমাদুল মুক্তা,উপজেলা আওয়ামীলীগের নেতা আমিনুল ইসলাম হাদু,তৌহিদুর রহমান লিটন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ