আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

নাটোরে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ইউসুফ হোসেন ,নাটোর প্রতিনিধি।

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২৭ জন দরিদ্র নারীদের সেলাই মেশিন,২৮ জন শারিরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার,৩টি ল্যাপটপ এবং খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।।।

আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে নাটোর-নলডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এসব সামগ্রী বিতরণের করেন।

দারিদ্র বিমোচন কর্মসূচির অংশ হিসেবে সরকারী বরাদ্দের টাকায় এসব প্রকল্প বাস্তবায়ন করেন নলডাঙ্গা উপজেলা এলজিইডি বিভাগ।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ভূমি সহকারী কমিশনার আশিকুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী অনুপ কুমার ঘোষ,উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার,নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির,উপজেলা আওয়ামীলীগের সভপতি আব্দুর শুকুর প্রমুখ।

এছাড়া রুবাল এমপ্যায়ারমেন্ট রোড মেইনটেনেন্স প্রোগাম (আরইআরএমপি-৩) প্রকল্পের আওয়াতায় নিয়োগপ্রাপ্ত ৫০ জন নারী কর্মীদের মেয়াদ শেষে লভ্যাংশের ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ