আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ ইং

রাজশাহী ও ভারতের মুর্শিদাবাদ জেলার পদ্মা নদীতে নৌবন্দর চালু সোমবার

জিয়াউল কবীর, রাজশাহী :

বাংলাদেশের রাজশাহী ও ভারতের মুর্শিদাবাদ জেলার সিমান্ত লাগোয়া বহমান পদ্মা নদীর প্রস্থগামী নৌবন্দর চালু হচ্ছে সোমবার। দুই দেশের সরকারি কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে বলে জানে গেছে। যথাযথ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সরকারি ভাবে এ নৌবন্দর উদ্বোধন করবেন বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এপার বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ ওপার ভারতের পশ্চিম বংগের মুর্শিদাবাদ জেলার সাদরদিঘী থানার ময়া নামক এলাকা হবে উক্ত নৌবন্দর বানিজ্য কেন্দ্র। এতে করে এ নৌপথ রুটে চোরা কারবারিদের বেআইনী কাজ নির্মুল হয়ে দুদেশের আমদানি রপ্তানি পন্য বৈধ ভাবে দেয়া নেয়ার পথ উন্মুক্ত হবে। উভয় দেশের উক্ত দুই এলাকা নৌবন্দরের মর্যাদা লাভ করবে।কম খরচে পন্য আদান প্রদানে ব্যবসায়ীরা উপকৃত হবে। ব্রিটিশ আমলে দুই দেশ এক ছিল আর পাকিস্তান আমলে দুই দেশের রাজশাহী মুর্শিদাবাদ নদী পথে নৌরুট৷ চালু ছিল। কোটি কোটি টাকার ব্যবসা হতো। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় এ নৌরুট বন্ধ হয়ে যায়। ফলে ব্যবসা চলে যায় কালবাজারী দের কবলে। এখন তা বন্ধ হয়ে বাংলাদেশ থেকে তৈরী পোশাক,মাছ,পাট,চামড়া,টমেটো,আম ইত্যাদি ভারতে যাবে অপর দিকে ভারত থেকে মার্বেল পাথর,খনিজ বালু,সিমেন্টর কাচামাল ইত্যাদি বাংলাদেশে আসবে। রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের ময়া এলাকার দূরত্ব মাত্র১৭ কিলোমিটার।এর মধ্যেই রয়েছে আন্তর্জাতিক পদ্মা নদী ও সীমান্ত। দুই দেশের উক্ত এলাকা থেকে পাকা মহাসড়ক খুবই কাছে। এতে করে সুলতানগঞ্জ- ময়া নৌবানিজ্যে ব্যবসায়ী দের পরিবহন,শ্রমিক ইত্যাদি খরচ খুবই কম হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি’র চেয়ারম্যান আরিফ আহমেদ চৌধুরী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ