আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ঘোষণা থাকলেও খুলবেনা কোন দোকান পাট বা শপিংমল

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

১০ মে থেকে সীমিত পরিসরে দেশের দোকানপাট ও শপিংমল খোলার সরকারি ঘোষণা থাকলেও করোনা ভাইরাসের বিস্তার রোধে খুলবে না ব্রাহ্মণবাড়িয়া জেলার কোন দোকানপাট বা শপিংমল।

অদ্য ৭ মে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে পুলিশ সুপার এর উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভায় ১০ মে থেকে সীমিত পরিসরে দেশের দোকানপাট ও শপিংমল খোলার সরকারি ঘোষণা থাকলেও করোনা ভাইরাসের বিস্তার রোধে খুলবে না ব্রাহ্মণবাড়িয়া জেলার কোন দোকানপাট বা শপিংমল। জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত নেন।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সেনা নিবাসের ৬ বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল আতাউর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া ব্যবসায়ীদের প্রধান সংগঠন জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি আজিজুল হক, পরিচালক মো. শাহ আলম ও আল মামুন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ