আজ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

ছিন্নমুল মানুষদের হাতে ঈদ উপহার তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন এক চিলতে হাসি ২০১৫

 

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর প্রতিনিধি:

রংপুরের হারাগাছ এলাকায় আজ শুক্রবার(২২ মে) সকাল থেকে প্রানঘাতি করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ছিন্নমুল মানুষদের হাতে ঈদ উপহার তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এক চিলতে হাসি ২০১৫।

হারাগাছ থানার বিভিন্ন এলাকায় এ উপহার সামগ্রী বিতরন করা হয়। বন্যা, ফসলহানী, নদীভাঙ্গন, শীতার্তসহ সকল প্রাকৃতিক দুর্যোগের ন্যায় করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন এক চিলতে হাসির হারাগাছ এলাকার বিশ্ববিদ্যালয়,কলেজ ও স্কুল পড়ুয়া এক ঝাঁক তরুণ। ।

এছাড়াও এই সংগঠন বিভিন্ন সময় ছিন্নমুল কর্মহীন মানুষদের বিভিন্ন সময় খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন। এরই অংশ হিসেবে আসন্ন ঈদ উল ফিতরের ঈদ উপহার হিসেবে ১৫০ জন অনাথ শিশুদের জন্য নতুন জামা, সেমাই ও খাদ্যদ্রব্য বিতরন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ