আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

রংপুরে স্মার্ট বাংলাদেশ গঠনে চতুর্থ শিল্প  বিপ্লব (4IR) বিষয়ক সেমিনার 

মোঃ সুমন ইসলাম,
রংপুর প্রতিনিধি:

রংপুরে স্মার্ট বাংলাদেশ গঠনে চতুর্থ শিল্প বিপ্লব (4IR) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আঞ্চলিক কার্যালয় কর্তৃক ” Emerging Technologies in 4ir for Realizing Smart Bangladesh ” শীর্ষক সেমিনার

বৃহস্পতিবার (১৫ জুন ২৩) সকাল ১০ টার দিকে বিসিসি আঞ্চলিক কার্যালয় এর হল রুমে এ প্রোগ্রামের আয়োজন করেন।

চতুর্থ শিল্পবিপ্লব এটি ডিজিটাল বিপ্লব। ১লা এপ্রিল ২০১৩ সালে জার্মানিতে আনুষ্ঠানিক ভাবে উপস্থাপিত। এর ফলে কল-কারখানা গুলোর ব্যাপক হারে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়। যোগাযোগ ব্যবস্থায় আসে আমূল পরিবর্তন। আগের শিল্প বিপ্লব ক্ষেত্রে  দেখা যায়, মানুষ যন্ত্রকে পরিচালনা করছে কিন্তু, চতুর্থ শিল্প-বিপ্লবে যন্ত্রকে উন্নত করা হয়েছে। ফলের যন্ত্র নিজেই নিজেকে পরিচালনা করছে।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ১২ ডিসেম্বর ২০২২ ইং তারিখে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সর্বপ্রথম ”স্মার্ট বাংলাদেশ ” গড়ার কথা বলেন। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প সফলভাবে বাস্তবায়নের পর এখন ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কাজ করতে হবে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক অর্থনীতি ও উদ্ভাবনী বাংলাদেশ যার স্তম্ভ হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি নাগরিকদের জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা এমন একটি পর্যায়ে উন্নত করার প্রয়োজন। যাতে তারা ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলা ও উদ্ভাবনী বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সাহসী ও পারদর্শী হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর আঞ্চলিক পরিচালক প্রকৌশলী মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল মান্নান,

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ ইসিই, ফ্যাকাল্টি অফ সিএসই অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ মাহবুব হোসেন, রংপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মোঃ আজাহারুল ইসলাম,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগেঅধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ মিজানুর রহমান প্রমুখ সহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ