আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

রাবিতে কার্যকর পাঠদান ও মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আবু সাহাদাৎ বাঁধন, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কার্যকর পাঠদান ও মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ গত ০৫ জুন রবিবার অনুষ্ঠিত হয়। ‘Effective Teaching, Learning and Assessment’ শীর্ষক এই প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক এস এম কবীর। এদিন সকাল ৯:৩০ মিনিটে আইকিউএসি কনফারেন্স রুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আইকিউএসসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান স্বাগত বক্তৃতা করেন।
প্রশিক্ষণ উদ্বোধন করে উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তৃতায় বলেন, বর্তমান বিশ্বে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে উচ্চশিক্ষায় প্রতিষ্ঠানের পাঠদান, পাঠদান থেকে জ্ঞান আহরণ ও তার মূল্যায়ন একান্ত আবশ্যক। এর মাধ্যমে প্রতিষ্ঠানের পঠন-পাঠন পদ্ধতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করা যায়। সামগ্রিকভাবে তা প্রতিষ্ঠানের স্বীকৃতিতে ও দেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। বর্তমান প্রশিক্ষণ রাবি শিক্ষকদের সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চার দিনব্যাপী এই প্রশিক্ষণে চারটি ব্যাচে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪০ জন করে মোট ১৬০ জন অংশ নিচ্ছেন।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকার কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ