আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

সমাজবিজ্ঞান অনুষদের গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি : হাবিবুর রহমান সাগর 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গবেষণা প্রকল্পের সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে।

৪ জুন সকাল সাড়ে নয়টায় সমাজবিজ্ঞান লাউঞ্জে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম প্রধান অতিথি হিসেবে সেমিনার উদ্বোধনকালে বলেন, বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং নির্ধারণে গবেষণা ভূমিকা রাখে।

এ জন্য মানসম্পন্ন গবেষণা অপরিহার্য। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের মানসম্পন্ন গবেষণা এ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও খ্যাতির প্রসারে প্রশংসনীয় ভূমিকা রাখছে। উপাচার্য সকল ধরনের গবেষণা প্রবন্ধ গ্রন্থে প্রকাশ এবং তা অনলাইনে প্রকাশ করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে উপাচার্য গবেষণা প্রকল্পের সার-সংক্ষেপ সম্বলিত মুদ্রিত জার্নালের মোড়ক উন্মোচন করেন।

দিনব্যাপী সেমিনারে বিভিন্ন সেশনে অনুষদভুক্ত বিভিন্ন বিভাগ এবং আইন ও বিচার বিভাগের শিক্ষকাগণ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ