আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

পেকুয়া বাড়ির সীমানা নির্মাণের জের দেবরের হাতে ভাবী খুন

দেলওয়ার হোছাইন পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় নির্মাণাধীন বসত ঘরের সীমানা বিরোধের জেরে দেবরের হাতুড়ি আঘাতে ভাবী কোহিনুর আক্তারের (৪০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল তিনটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকার এ ঘটনা ঘটে। নিহত কোহিনুর আক্তার মালয়েশিয়া প্রবাসী আমির হোছনের স্ত্রী। অভিযুক্ত দেবর আলী আহমদ (৩৫) মৃত পেঠান আলীর ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মুজিবুর রহমান বলেন, গৃহবধূ কোহিনুরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

নিহতের মেয়ে রোকেয়া বেগম বলেন, আমার চাচা আলী আহমদ দীর্ঘদিন ধরে আমাদের বসত ঘরের সীমানার ওপর দেয়াল তুলে ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছিলো। কিন্তু তাতে আমার মা বাঁধা দিয়ে আসছিলেন।

এর জেরে চাচা আমার মাকে খুনের হুমকি দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে দেয়াল নির্মাণ কাজে বাঁধ সাধলে চাচা আলী আহমদ আমার মা’কে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করে। এসময় চাচী হুমায়রা বেগমও আমার মাকে মারধর করে।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রুকনুজ্জামান বলেন, সুরতহালে নিহতের মাথায় ও বুকে ভারী বস্তুর আঘাতের চিহ্ন দেখা গেছে। আঘাতজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ