আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

টেকনাফে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন: প্রধান আসামী আটক

সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার:

গত সোমবার টেকনাফ শামলাপুর উত্তরপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে ছোট ভাইকে মোঃ হোসনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার আপন বড় ভাই মোঃ ইউনুস,এরপরে জমি বিরোধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে আপন দুই ভাইয়ের মধ্যে,

পরে বড় ভাই মোঃ ইউনুছ ও তার ছেলেরা মিলে ছোট ভাই মোঃ হাছন ও মোঃ দেলোয়ারসহ বেশ কয়েকজনকে মদ্যযুগীয় কায়দায় দেশীয় রাম দা, কিরিচ এবং লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

এতে ঘুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় ছোট ভাই মোঃ হাছনে। দুপক্ষের এমন রক্তক্ষয়ী সংঘর্ষে আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
ঘটনার পরপর নিহত হোছনের স্ত্রী বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলার করে।

ঘটনার পর থেকে জড়িত আসামীরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন জায়গা আত্মগোপনে চলে যায়।বিষয়টি র‍্যাবের নজরে আসলে গ্রেফতারের লক্ষ্যে অভিযানে নামে তারা,

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিলংঝা মহুরী পাড়া থেকে ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত মোঃ ইউনুসকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাবের সদস্যরা।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক

মো. ইউনুছ শাহপরীর দ্বীপ পশ্চিম উত্তরপাড়ার মৃত মকবুল আহম্মদ পুত্র। তার বয়স ৬০ বছর।

এ মামলার সাথে জড়িত অন্য আসামীদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।
এছাড়া গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা যায়

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ