আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ইয়াবা পাচার মামলায় ৮ মিয়ানমার নাগরিকের যাবজ্জীবন

সাজন বড়ুয়া সাজু:

ইয়াবা পাচার মামলায় আট মিয়ানমার নাগরিকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদন্ড দেয়া হয়।

সোমবার দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এসটি ৪৫৭-২১ মামলাটির শুনানী শেষে বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ দইল্যা, মো. রবি আলম, মোহাম্মদ আলম, মো. শফিকুল, মো. রফিক, মো. নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন।

তারা সবাই মিয়ানমারের আকিয়া ও মংডুর বিভিন্ন থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি রাষ্টপক্ষের কৌসুলি এডভোকেট ফরিদুল আলম নিশ্চিত করেছেন। তিনি জানান- ২০২১ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হয় এ আটজন রোহিঙ্গা নাগরিক।

তারপর টেকনাফ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক আজকে এ রায় ঘোষণা করেন।

আদালত সুত্রে জানা গেছে- ২০২১ সালে বাংলাদেশে প্রবেশের সময় সেন্টমার্টিন উপকুলের দক্ষিণে বঙ্গোপসাগর থেকে দুই লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হয় আটজনের সংবদ্ধ ইয়াবা পাচারকারী চক্র।

ওই সময় কোস্টগার্ডের কর্মকর্তারা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন। সে মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক রায় ঘোষণা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ