আজ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ ইং

কার্লভাট নয় যেন জনদুর্ভোগ 

রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের চকনিরখিন (ঠুকনিপাড়া) মোড় হতে বহবলপুর কাচারি হয়ে রাঙামাটি হাটে যাওয়ার এলজিইডি সড়কের ভূমি অফিসের অদুরে অবস্থিত কালভার্টটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
পারাপারে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কার্লভাটের বেশীরভাগ অংশ ভেঙে গিয়ে গর্ত তৈরী হয়েছে। আগন্তুক পথচারীরা প্রায় দুর্ঘটনায় আহত হচ্ছে।
স্থানীয়রা জানান বর্ষা মওসুমে ওই রাস্তা দিয়ে ১০ চাকার বালি ভর্তি ট্রাক চলাচলে কার্লভাটটি ভেঙ্গে যায় বর্তমানে ওই রাস্তাটি নজিপুর হতে ধামইর হাট উপজেলার গুরুত্বপূর্ণ রাঙামাটি হাটে যান চলাচলে জন সাধারণের ভোগান্তি বেড়েছে।
৪ মাস অতিবাহিত হলেও কালভার্টটি পুনঃ স্থাপন বা সংস্কার করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, কার্লভাটটির অধিকাংশই ভেঙ্গে পড়েছে, যেখান দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার লোক যাতায়াত করে। কালভার্ট পারাপারে প্রতিনিয়তই তারা বিপদে পড়ছেন।
বেশি ভোগান্তির শিকার হচ্ছেন রোগী, বয়স্ক লোক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে আমাদের অনেক বিড়ম্বনা পোহাতে হচ্ছে ।
পত্নীতলা উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক বলেন, কালভার্টটির জন্য জরুরি পদক্ষেপ গ্রহন করা হচ্ছে উপজেলায় আরও ৫ টি কার্লভাট একই অবস্থা এগুলো জরুরি ভাবে সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। অনুমোদন পেলে খুব শীঘ্রই টেন্ডারের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ