আজ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৪ ইং

বিএন জেএফ পীরগঞ্জ উপজেলা কমিটির  বিজয় দিবসে শ্রদ্ধা 

মোঃ মাহফুজুর রহমান:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান,

১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা,

১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

আজ সেই সমিকরণে বিজয়ের ৫১ বছর পূর্তির দিন ।

আজ (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় দিবসের প্রথম প্রহরে পীর গঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক কল্যাণ ও মানবাধিকার সংগঠন

বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম পীর গঞ্জ উপজেলা কমিটি। জেলা ঠাকুর গাঁও রেজি নং এস ৪২১৯৯/১৮

১৯৭১ সালের আজকের এই দিনে বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করে ছিল বাঙালি জাতি।
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম অন্তর্ভুক্ত করার দিন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
সেই হিসাবে আজ বিজয়ের ৫১ বছর পূর্তির দিন।

সারাদেশের মানুষ আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

সারা দেশের ন্যায় পীর গঞ্জ বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন,, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম পীর গঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ মাহফুজুর রহমান ও

সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন ও সহ সভাপতি উপজেলা কমিটির মোঃ আব্দুল করিম ও বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিক কল্যাণ ও মানবাধিকার সংগঠন নেতা কমী উপস্থিত ছিলেন।

এইদিন বাঙালিরা বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌমত্বের ভূখণ্ডেরর নাম জানান দেয়ার দিন আজ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ