আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

রংপুরে  তিন সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মোঃ সুমন ইসলাম, রংপুর  প্রতিনিধি:
রংপুর সদর থানার সদ্য পুস্করনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা চাল আত্মাসাতের অভিযোগে র‍্যাবের হাতে  আটক ও ভিজিডি কাডের অনিয়মের সংবাদ প্রকাশ করায় তার শ্বশুর  কতৃক  দৈনিক দেশ রুপান্তর রংপুর প্রতিনিধি  মামুন রশিদ,
মানব কন্ঠ রংপুর  প্রতিনিধি মহিউদ্দিন মাখদুমী, ঢাকা  পোস্টের নীলফামারী প্রতিনিধি  শরিফুল  ইসলামের বিরুদ্ধে  ডিজিটাল নিরাপত্তা আইন এ মামলার প্রতিবাদে  রংপুর  প্রেসক্লাবের সামনে   রবিবার সকাল  ১১টায় সম্মিলিত  সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন কর্ম সুচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য  রাখেন , একুশে  টিভির  রংপুর প্রতিনিধি  লিয়াকত আলী বাদল,রংপুর রিপোটাস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ,
রংপুর  রিপোর্টাস ক্লাবের সদস্য ও সদর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি  মামুন রশিদ, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি  মহিউদ্দিন মাখদুমী,
রংপুর  প্রেসক্লাবের  সদস্য  ওমর ফারুক, তৃণমূল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহআলম, রিপোর্টাস ক্লাবের  যুগ্ম সম্পাদক, আজম পারভেজ,
মাহিগন্জ প্রেসক্লাবের সভাপতি  বাবলু নাগ, মফস্বল সাংবাদিক  ফোরামের  দপ্তর সম্পাদক  এস,এম,জাকির  হোসেন, সাংবাদিক  রেজাউল করিম জীবন, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার   মিলন, প্রমুখ।
মানববন্ধন কর্মসুচীতে বক্তারা চাল আত্বসাত কারী চেয়ারম্যান সোহেল রানার বিচার সহ সাংবাদিক নামে মামলা  প্রত্যাহারের দাবী  জানান ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ