আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

বালিয়াকান্দিতে বাদল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

জাকির হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি:

মাদরাসা পড়ুয়া ছাত্র আজিম মোল্লা বাদল এর হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেত্রীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে নবাবপুর বাজারে এলাকাবাসী এই প্রতিবাদ সভা ও মানববন্ধনে অংশ নেয়।
এর আগে গত রোববার (২৬ জুন) সকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপু ইউনিয়নের বড় হিজলি গ্রামের একটি পাটক্ষেত থেকে আজিম মোল্লা বাদলের লাশ উদ্ধার করা হয়।

এ সময় লাশের গোপনাঙ্গ কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল।
গত সোমবার (২৭ জুন) বালিয়াকান্দি থানা এলাকার বিভিন্ন স্থান থেকে আজিম মোল্লা বাদল হত্যার সাথে জড়িত ৩ জন আসামি কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন, সবুর শেখ (২২), স্বাধীন মণ্ডল (১৬), তোজাই মোল্লা (১৬)। এরা সবাই রাজবাড়ী আদালতে হত্যার দায় নিয়ে স্বীকারোক্তি দিয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, এরা সবাই একই সাথে মাদক সেবন করতেন। ধারণা করা হয়েছে প্রেম ঘটিত ঘটনার জন্যই এই হত্যাকাণ্ড হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি মো: আসাদুজ্জামান জানান, হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত ৩ আসামিকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ