আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ভূরুঙ্গামারীতে বৃদ্ধ ভ্যান গাড়ি করে বিক্রি করছে আলুর পাপর

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভ্যান গাড়িতে আলুর পাপর বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে ৭৫ বয়সের সামাদ আলী।এই দোকান প্রায় ১২ বছর থেকে করে আসছে।

এর ভিতরেও গ্রামের কোন সহৃদয়বান ব্যক্তি তার পরিবারের প্রতি সহানুভূতি দেখাননি। সামাদ আলী উপজেলার পাথরডুবী ইউনিয়নের মৃত আরফান শেখের পুত্র।সামাদ আলী বলেন আমার তিন ছেলে এক মেয়ে।

বড় ছেলে বউ নিয়ে আলাদা থাকে, মেজো ছেলে তার বউ নিয়ে ঢাকায় থাকে ও মেয়ের বিয়ে দিয়ে দিছে খোঁজ নেওয়ার বা সংসার চালানোর নেউ কেউ।এদিকে সামাদ আলী, স্ত্রী ,ছোট ছেলে,ও শাশুড়ি কে নিয়ে থাকেন এক পরিবারে।

জায়গা জমি না থাকায় নিজের এক শতক ও শাশুড়ীর ২ শতক জমিতে কোনো রকম মাথা গোজার ঠাই করে বসবাস করে আসছেন।

এদিকে বয়স্ক ভাতার কার্ড ও সরকারি ঘরের জন্য অনেক দিন থেকে ছোটাছুটি করে পরিশেষে কিছু টাকার বিনিময়ে ২০২১ সালে বয়স্ক ভাতার কার্ড পেলেও মেলেনি সরকারি সেই স্বপ্নের ঘর।

এদিকে পরিবারের অন্য সদস্য দের ইনকামের সোর্স না থাকায় সামাদ আলী পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। এই শেষ সময়ে।

সামাদ আলী আকুল আবেদন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তার জীবিকা নির্বাহের উপর নজর দিয়ে মাথা গোঁজার ঠাঁই একটি ঘর যেন সরকার থেকে পায় এরকমই প্রত্যাশা করেছেন সামাদ আলী ও তার পরিবার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ