আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

চার ঘন্টা পর ঢাকা- ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি:

ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা থেকে উদ্ধারকারী দল প্রায় দুই ঘণ্টা চেষ্টায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজ বৃহস্পতিবার পৌনে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়।

এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ময়মনসিংহগামী স্টেশনে মহুয়া, জামালপুর কমিউটারসহ কয়েকটি ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর সোয়া ১টার দিকে ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে নেওয়া হয়।

স্টেশন মাস্টার গণমাধ্যম কে বলেন, দুর্ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ