আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

নওগাঁতে ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে এবারে হাসি

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে এবারে ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি৷

উপজেলায় এবারে কৃষকরা দেশি জাতের পাশাপাশি হাইব্রিড ভুট্টার ব্যাপকহারে চাষ করেছে। এতে অল্প খরচে অধিক ফলন ও লাভজনক হওয়ায় ভুট্টার আবাদের দিকে ঝুঁকছেন কৃষকেরা।

কৃষক মোঃ সান্টুর রহমান সাথে কথা বলিলে তিনি বলেন আবহাওয়া অনুকূলে থাকায় এবারে ভুট্টার আবাদে বাম্পার ফলন হয়েছে ও দামও ভালো পেয়েছি। বিঘাপ্রতি প্রায় ৪০ থেকে ৪৫ মণ পর্যন্ত ফলন পাওয়া গিয়েছে।

এবার উপজেলায় ভুট্টা আবাদ হয়েছে ৪ হাজার ৮৫০ হেক্টর জমিতে। আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। তবে দেশি ভুট্টার চেয়ে হাইব্রিড জাতের ভুট্টার আবাদ বেশি হয়েছে ও চাষীরা দাম ভালো পেয়েছে৷

উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার হোসেন বলেন, আত্রাইয়ে উপজেলাতে এবারে ব্যাপক হারে ভুট্টার আবাদ হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ