আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

আত্রাইয়ে ভ্রাম্যমাণের মাধ্যমে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রেলস্টেশন ও রেজিস্ট্রি অফিস এলাকায় চারটি দোকানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিম এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল এস্টেট অফিসার নুরুজ্জামান এ অভিযান চালান।

রেলস্টেশন ও রেজিস্ট্রি অফিস এলাকায় অবৈধভাবে স্থাপনা করায় রিয়া ইলেকট্রনিককে পাঁচ হাজার, আদর্শ জুয়েলার্সকে পাঁচ হাজার,

সীমা কসমেটিকসকে পাঁচ হাজার, জয় মিষ্টি ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিষ্ট্রেট বলেন, রেলের সম্পত্তিতে কোন প্রকার স্থাপনা করা যাবেনা।

এসময় তিনি উপজেলা ভূমি কর্মকর্তার সজাগ দৃষ্টি রাখার নির্দেশ প্রদান করনে।

অভিযানকালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম,

সান্তাহার রেলওয়ে আর এন বি কর্মকর্তা নূরএ নবী, সান্তাহার কানুনগো মহাসিন, আত্রাই থানা এস আই হরেন্দ্রনাথ, নূরুল আমিন, চাঁদ আলীসহ সঙ্গীয় ফোর্স ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ