আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

রাজশাহীর বাগমারা কোলা বিলে মাছের পোনা অবমুক্ত

বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের কোলা বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতি সকাল ০৯ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করণের উদ্বোধন করেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

নরদাশ ইউনিয়নের কোলা বিলে মাছের পোনা অবমুক্ত কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ..ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুস সালাম, প্রভাষক আলতাফ হোসেন, সাবেক ইউপি মেম্বার সেকেন্দার আলী,

মুক্তি যোদ্ধা হাফিজুর রহমান, ছাত্রনেতা নুরুল ইসলাম, মনোপাড়া গ্রামের আ: সালাম, আফসার আলী, ডা: জালাল, চাঁইসারা গ্রামের মকছেদ আলী, আসরাফুল, কোয়ালীপাড়া গ্রামের, মাস্টার মোবারক হোসেন ইউপি সদস্য ইয়াকুব আলী, আলহাজ্ব আলহাজ্ব . আব্দুস সাত্তার গাইন,

মুজিবুর রহমান সহ মৎস্য চাষ প্রকল্প অন্যান্য সাধারণ সদস্য বৃন্দ।এই বিলের চারি পাশের চার গ্রামের যথাক্রমে চন্ডিপুর, কোয়ালীপাড়া, মনোপাড়া ও চাঁইসারা গ্রামের সকল সাধারণ জনগনের যৌথ উদ্যোগে আবারও নতুন ভাবে কোলাবিলে মাছ চাষ শুরু করা হলো বলে জানান বক্তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ