আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

নওগাঁয় মুরগির খামারিকে অর্থদন্ড

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে সরকারী নিয়ম মেনে মুরগির খামার না করায় খামারিকে দশ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকড়া শেখপাড়া নামক স্থানে ফারুক হোসেনের খামারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিত ম্যাজিষ্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

সেইসাথে পরিবেশ দুষিত না করতে এবং পার্শ্ববর্তী পাইকড়া-বড়াইকুড়ি কলেজের শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে অতিদ্রত খামারটি অন্যত্র সরিয়ে নিতে নির্দেশ দেন তিনি।

জানা যায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকড়া শেখপাড়া নামক স্থানে ফারুক হোসেন প্রায় তিন বছর যাবৎ কোন প্রকার নিবন্ধন ছাড়াই মুরগির খামার করে ব্যবসা করে আসছেন। খামার নিয়মিত পরিস্কার করার নিয়ম থাকলেও তিনি তা করতেন না।

এতে দুর্গন্ধে পার্শ্ববর্তী পাইকড়া-বড়াইকুড়ি কলেজের শিক্ষার্থীদের শারীরিকসহ নানা বিধ সমস্যা হতো।

ম্যাজিষ্ট্রেট বলেন, সরকারী নিয়ম না মেনে ফারুক হোসেন নামে জনৈক ব্যক্তি মুরগির খামার করে ব্যবসা করছেন এমন গোপন সংবাদ পাই।

তৎখনাত প্রাণি সম্পদ অফিসার ওয়ালী উল ইসলাম ও পুলিশ ফোর্সসহ সেখানে অভিযান চালাই। এতে খামারি কোন প্রকার কাগজ দেখাতে না পারায় এবং খামারটি অপরিস্কার থাকায় অর্থদন্ড করি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ