আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

রবিবার রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহ শুরু হতে যাচ্ছে

জিয়াউল কবির স্বপন:

ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীতে ভূমি সেবা in সপ্তাহ-২০২২ উদযাপন শুরু হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে রোববার (২২ মে) সকালে বোয়ালিয়া থানা ভূমি অফিসের নাগরিক কর্নারে বুথ স্থাপন করে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে।

ভূমি সেবা সপ্তাহ সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক বলেন,
‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ দেশ অগ্রগতির একটি নিয়ামক।

মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছি।

সেই লক্ষ্যে ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ভূমি সেবা নিশ্চিত করতে বোয়ালিয়া ভূমি অফিসসহ জেলার সকল ভূমি অফিসে শতভাগ ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন করা হবে, প্রতিদিন গণশুনানি,

ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের বাইরে খোলা স্থানে গণশুনানি গ্রহণ, মিসকেইসের দ্রুত নিষ্পত্তিকরণ, ভূমি উন্নয়ন কর আদায়ে ক্যাম্পিং, সেমিনার ও মাইকিং করে সচেতনতা সৃষ্টি, বেদখলকৃত খাসজমি উদ্ধার,

মুজিববর্ষের ঘর নির্মাণেও খাস জমি উদ্ধার, অনলাইনে সায়রাতমহল ইজারা প্রদান, ভিপি সম্পত্তির লিজ নবায়নের ফি আদায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাসজমি উদ্ধার, খাল ও ছড়া উদ্ধারসহ বিভিন্ন কাজ করা হবে। ২২মে থেকে শুরু ভূমি সেবা সপ্তাহ উদযাপনে জেলার বিভিন্ন থানা ভূমি অফিস ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ