আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

কেশরহাটে প্রতারণা এড়াতে ব্যানার সাঁটালেন ভূমি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট ভূমি অফিসে দালাল ও প্রতারক থেকে সর্তকতা অবলম্বন করতে ব্যানার সাঁটালেন ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্তকর্তা ইকবাল কাশেম।

মঙ্গলবার (১৭ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে কেশরহাট বাজারে অবস্থিত ভূমি অফিসের পাচিরে ও মূল ফটকে এ ব্যানার সাঁটান তিনি। এসময় তিনি প্রতাকদের কঠোর ভাবে সতর্ক করে তাড়িয়ে দেন।

ওয়ালে সাঁটানো ব্যানারে লিখা আছে, নিজের কাজ নিজে করুন দালাল প্রতারক থেকে দূরে থাকুন।

এলাকাবাসি সূত্রে জানা যায়, কেশরহাট ভূমি অফিসের সামনে ও পূর্ব পাশে বেশ কিছু দালালরা সাধারণ মানুষের কাছ থেকে অর্থের বিনিময়ে মিথ্যা পতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন যাবত নানা রকমভাবে প্রতারণা করছে। এতে অতিষ্ট হয়ে সাধারণ মানুষ কেশরহাট ভূমি কর্মকর্তার কাছে মৌখিক ভাবে অভিযোগ করলে তিনি এ পদক্ষেপ করেন।

এবিষয়ে কেশরহাট ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্তকর্তা ইকবাল কাশেম বলেন, সরকারি ভূমি অফিস নাগরিকের সেবা প্রদান করার লক্ষ্যে কাজ করছি। আপনারা ভূমি সম্পর্কে তথ্য ও সেবা নেওয়ার জন্যে সরাসরি আমাদের কাছে আসুন। দালাল ও প্রতারকদের কাছ থেকে দুরে থাকুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ