আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বিয়ের আয়োজন, র‍্যাবের অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

 

সাভারে আমিনবাজারে করোনা ভাইরাসকে উপেক্ষা করেই গণজমায়েত করে বিয়ে আয়োজন করায় বিয়ে ভেঙে দিয়ে উভয়পক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে আমিনবাজারের সালেহপুর এলাকায় কনে পক্ষের বাড়িতে এই অভিযান পরিচালনা করেন র‌্যাব -৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান আগামীর সংবাদকে বলেন, করোনা মোকাবেলায় সরকার সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। অথচ এই নির্দেশনা উপেক্ষা করে চেয়ারম্যানদের উপস্থিতিতে বিয়ের এমন অনুষ্ঠান খুবই দুঃখজনক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে বিয়ে বন্ধসহ উভয়পক্ষের ৮ জনকে ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে বিয়ের কাযক্রম বন্ধের নির্দেশনাও দেয়া হয়।

এসময় বিয়ের আসরে উপস্থিত থাকা আমিনবাজার ইউনিয়ের ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে সর্তক করে ছেড়ে দেয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ