নিজস্ব প্রতিবেদক
সাভারে ৯ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুল প্রামানিক (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।
সোমবার (০৯ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক বাবুল প্রামানিক পাবনা জেলার সাথিয়া থানার আকিম উদ্দিন প্রামানিকের ছেলে। তিনি সাভারের ওই এলাকার গোলাম মওলার বাড়ির কেয়ারটেকারের পাশাপাশি অটোরিকশা চালাতেন।
পুলিশ জানায়, বিকেলে ওই এলাকায় শিশুর বাসায় কেউ না থাকার সুযোগে কৌশলে গোলাম মওলার বাড়ির সীমানা প্রাচীরের মধ্যে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার চেঁচামিচি করে। এসময় এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে বাবুল প্রামানিককে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাবুল প্রামানিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অপরাধী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিরুলিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এখলাছ শাহ বলেন, ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত বাবুলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।