আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ ইং

গঙ্গাচড়ায় বালু উত্তোলনের দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়া  উপজেলার মর্ণেয়া  ইউনিয়নে তিস্তা  নদীতে শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  এক যুবকের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ মার্চ ) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা  এই অর্থদণ্ড দেন। দণ্ডিত যুবক হলেন, মর্ণেয়া ইউনিয়নের চর মর্ণেয়া গ্রামের চান মিয়ার ছেলে শামীম মিয়া (২৩)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা  জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা তিস্তা নদী থেকে  বালু উত্তোলন করে আসছিলেন।
বারবার সতর্ক করার পরেও কর্ণপাত না করে ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন অব্যাহত রাখেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনের সাথে জড়িত যুবকের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ