আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

আহত রাবি শিক্ষার্থীকে দেখতে গেলেন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক :

আজ ২৪ ফেব্রুয়ারি ২০২২ রোজ বুধবার দুপুর ১২ টা ৩০ মিনিটে সৈয়দ আমির আলি হলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আহত আব্দুল আজিজকে দেখতে যান রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাত্তার সাব্বির তাপু।

গত ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে রাত প্রায় ৯টায় মহানন্দা ট্রেনে রাজশাহী আসার পথে পাথর ছোড়ায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী আব্দুল আজিজকে আজ উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার সৈয়দ আমীর আলী হলে দেখতে যান।

তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন ও তার শারীরিক অবস্থার খোজখবর নেন এবং চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। উপাচার্য তার আশু সুস্থতাও কামনা করেন।

এসময় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে ও ছাত্র উপদেষ্টা এম তারেক নূর মামুন,ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. ওসমান গণিসহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ