আজ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

শাহজাদপুরে করোনা টিকা আওতায় ৫৩ শতাংশ মানুষ

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিত করতে দেশের ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এ ধারাবাহিকতায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীসহ সবাইকে টিকার আওতায় আনা হচ্ছে।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ২০ জন। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৩ লাখ ১ হাজার ৪৩৭ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৭ হাজার জন।

সর্বশেষ উপজেলা পরিসংখ্যান কার্যালয় অনুযায়ী সম্ভাব্য উপজেলার মোট জনসংখ্যা ৬ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন। সে অনুযায়ী উপজেলাতে করোনা টিকার আওতায় এসেছে প্রায় ৫৩ শতাংশ মানুষ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শারমিন আলম জানিয়েছেন, আমরা সবাইকে টিকার আওতায় নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।

আমাদের এখনো পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে, শতভাগ টিকা নিশ্চিত করার জন্য উপজেলা স্বাস্থ্য দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ