মজিদুল হক লালমনিরহাট (সদর)
সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। অাইইডিসিঅার এর তথ্য অনুযায়ী সর্বশেষ করেনায় অাক্রান্ত হয়েছে ৫৪ জন এবং মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অারো তিনজন।
এই পরিস্থিতিতে বেড়ে চলছে উদ্বেগ অার উৎকণ্ঠা। অাজ লালমনিরহাটেও প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা মুলক বিবৃতি দেয়া হয়।
মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে এরই মধ্যে কাজ চালাচ্ছে লালমনিরহাট সদর উপজেলাধীন হারাটি ইউনিয়নের কিসামত হারাটির( ফাতানটারী, শহীদবাজার) সামাজিক সংগঠন হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ। তারা তাদের এলাকায় করোনাভাইরাসের প্রকোপ প্রতিরোধে নিজ এলাকা স্বঘোষিত লকডাউন করেছে।
তারা তাদের এলাকার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ ও বহির্গমন বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে অত্র সংগঠনের সভাপতি দৈনিক অাগামীর সংবাদকে বলেন” অামরা অাগে থেকে কোভিড ১৯ নিয়ে অামাদের এলাকায় জনসচেতনতা মুলক কার্যক্রম চালিয়েছি কিন্ত পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় অামরা সংগঠনের পক্ষ থেকে এলাকা লকডাউন করেছি
সংগঠনের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম বলেন” অাপনারা জানেন যে অামাদের এলাকায় একটি বাজার অবস্থিত করনো পরিস্থিতিতেও এই বাজার এলাকার মানুষের পাদচারণা মুখর থাকে যা স্বাস্থ্যের জন্য অনেক হুমকির তাই অামরা সংগঠনের সদস্যবৃন্দ অালোচনা করে ও এলাকার বয়োজেষ্ঠদের পরামর্শ ক্রমে এলাকা লকডাউন করেছি।
তিনি অারো জানান জরুরী সেবার জন্য যে দোকান গুলো( ফার্মেসী, নিত্যপ্রয়োজনীয় পন্য) রয়েছে শর্তসাপেক্ষে এগুলো খোলা থাকবে