আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং

লালমনিরহাটে হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের ১ম বর্ষপূর্তিতে মাস্ক ও সাবান বিতরন

 

মজিদুল হক লালমনিরহাট প্রতিনিধি:

 

লালমনিরহাট সদর উপজেলাধীন হারাটি ইউনিয়নের কিসামত হারাটিতে ( ফাতানটারী, শহীদ বাজার) প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের ১ম বর্ষ উদযাপিত হয়েছে। এসময় করোনাভাইরাস জনিত পরিস্থিতিে সাধারন মানুষের মাঝে মাস্ক ও এলাকার বিভিন্ন মসজিদে সাবান বিতরন করা হয়। সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছে জানা যায়, বিগত এক বছরে বিভিন্ন সামাজিক কাজে উদ্যোগী ও অংশগ্রহণ করার মাধ্যমে এলাকাজুড়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে মাস্ক ও মসজিদে সাবান বিতরন করার মত কাজে স্থানীয়রা এটিকে সাধুবাদ জানিয়েছে। অাজ সকাল ১১ ঘটিকায় সংগঠনের অফিস প্রাঙ্গণে নিরাপদ দুরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত অালোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অালোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি, সদস্য ও গ্রামের বয়োজেষ্ঠগন। সভার সন্চলনায় ছিলেন অত্র সংগঠনের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম এবং অালোচনা অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনু্ষ্ঠিত হয়।

অত্র সংগঠনের সভাপতি অাবু রায়হান সরকার দৈনিক অাগামীর সংবাদকে বলেন” অামরা সমাজের সামাজিক কাজে অংশগ্রহণ করার লক্ষ্য নিয়ে গ্রামের তরুনদের নিয়ে বিগত বছরে সংগঠন প্রতিষ্ঠা করেছি। ইতোমধ্যে অামরা সাধারন মানুষের ব্যাপক সাড়া পেয়ছি তারা অামাদের সবসময় পাশে বলে অাশা ব্যক্ত করেছেন। তিনি অারো বলেন প্রতিষ্ঠানের বর্ষপূর্তিতে বৃহৎভাবে অনুুষ্ঠান আয়োজন করার কথা থাকলেও কোভিড ১৯ এর প্রকোপে স্বল্প পরিসরে করেছি।

সংগঠনের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম বলেন, এটি একটি সামাজিক সংগঠন সমাজের তরুনদের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে এই সংগঠন জোড়ালোভাবে কাজ করছে তাছাড়া এই সংগঠনের অধিকাংশই তরুন তাদের দ্বারা তহবিল গঠন করে অর্থ সংগ্রহ করার পর সেই অর্থ এলাকার উন্নয়নের স্বার্থে ব্যয় করা হয়। এবং তিনি অারো জানান উক্ত এলাকায় একটি
কেন্দ্রীয় কবরস্থান প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে এবং এটির কাজ তারা দ্রুততর শহিত করছে।
তাছাড়াও অাগামীতে তরুনদের নিয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অায়োজন করার কথা বলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ