আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

আত্রাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ দিন পর অপারেশন চালু

মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ দিন পরে আবারও অপারেশন চালু হয়েছে। দুই প্রসূতির অপারেশনের মাধ্যমে এ সেবা চালু হলো বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোকসানা হ্যাপি। এ খবর প্রচার হবার সাথে সাথে আত্রাইবাসীর মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

হাসপাতাল জানায়, আশির দশকে ৩১ শয্যা নিয়ে হাসপাতালের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ৫০ শয্যায় উন্নীত হলে ২০০০ সালে প্রসূতি সেবা চালু করা হয়।

অবকাঠামোগত সকল সুযোগ সুবিধা থাকার পর অ্যানেস্থেসিয়া ও গাইনি চিকিৎসকের অভাবে গত পাঁচ বছর সিজারিয়ান অপারেশন বন্ধ ছিল।

তবে নরমাল (স্বাভাবিক) প্রসব চালু ছিল। গত বছরের নভেম্বর মাসে ৪১টি, অক্টোবর মাসে ৩৫টি এবং সেপ্টেম্বর মাসে ৩৩টি নরমাল প্রসব হয়েছে বলে জানা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ