মোঃ ইসহাক,গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার বিকেলে মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহীর গোদাগাড়ী থানার কানাইডাঙ্গা এলাকায় এ অভিযান চালায়। আটক মাদক ব্যবসায়ীর নাম খোকন (২৬)। তিনি গোদাগাড়ীর বিদিরপুর এলাকার মৃত হারেজ আলীর ছেলে।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে, রাজশাহী র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোদাগাড়ী কানাইডাঙ্গা এলাকায় এ অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসাবে খোকনকে আটক করে র্যাব। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ১০১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটক খোকনকে পরে গোদাগাড়ী থানায় মোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।