আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

কালিয়াকৈরে নৌকার প্রার্থীর প্রতিবাদ সভা

এইচ এম সৌরভঃ

গাজীপুর কালিয়াকৈরে আটাবহ ইউনিয়নে প্রতিবাদ সভা করেছেন নৌকার মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে এম ইব্রাহিম খালেদ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উপজেলার গোসত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

সদ্য ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদ থেকে বহিষ্কৃত ও বিদ্রোহী প্রার্থী এম এ আলীমের বিরুদ্ধে নৌকার কর্মীদের উপর হামলা ও অফিস ভাংচুরের অভিযোগে এ প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিদ্রোহী প্রার্থী আলীম যে নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে এবং যে দুঃসাহস দেখিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বক্তারা বলেন, যে কোন মূল্যে আগামী ২৮ তারিখ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।

কারন নৌকা হচ্ছে আওয়ামীলীগের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতীক। অতএব, নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার নির্দেশও দেন বক্তারা।

এসময় বক্তারা আরও বলেন, সুশৃঙ্খলভাবে জনগনের কাছে ভোট প্রার্থনা করতে হবে ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ভোটের মাঠে কাজ করে যেতে হবে, যাতে নৌকার বিজয় সুনিশ্চিত হয়।

জেলা পরিষদের সদস্য ফালাক হোসেন মৃধার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বেলায়েত হোসেন বাবু, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ,

উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা যুবলীগের আহবায়ক সদস্য সঞ্জয় কুমার সাহা বাপ্পী, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি লিয়াম মাহমুদ বাদশা, সাধারণ সম্পাদক রাকিব হাসান মৃধা ও গিয়াস উদ্দিন কাজল প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ