আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

বড়াইল হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোখরা সাপের আতঙ্ক

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি,  শেখ রাজেন :

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর বড়াইল ইউনিয়নের হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিরাজ করছে গোখরা সাপের আতঙ্ক।

এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ এ অনেক লেখা লেখি হচ্ছে।

এলাকাবাসী এবং স্কুল সূত্রে যানা যায় গতকাল ( ২৪/১১/২১) তারিখ অফিস কক্ষ থেকে শ্রেণী কক্ষে পাঠদানে যাওয়ার সময় একজন শিক্ষিকা অল্পের জন্য সাপের ছোবল থেকে রক্ষা পায়।

আজ সকালে আবার একই স্থানে গোখরো সাপের আরেকটি বাচ্চা পাওয়া যায়।
এই নিয়ে গত ২দিনে ১৫ টি সাপের বাচ্চা নিধন করা হয়েছে।

এই স্কুলে প্রাই ২৪০ জন শিক্ষার্থী পড়াশোনা করে বলে যানা যায়।

একজন শিক্ষার্থীর অভিভাবক সাংবাদিককে বলেন আমরা এই গোখরা সাপের বেপারটা নিয়ে অনেক আতংকে আছি স্কুলের ছেলে মেয়েদেরকে পাঠাতেও এখন ভয় হচ্ছে৷

অনেক অভিভাবক তাদের ছেলেমেয়েদের কি স্কুলে পাঠাতে আগ্রহ দেখাচ্ছে না এতে প্রভাব পরছি স্কুলে পড়তে আসা শিক্ষার্থীদের উপর।

এ বিষয়ে হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম সাংবাদিকে বলেন ইতিমধ্যে স্কুলের চারপাশে কার্বনিক অ্যাসিড ছিটিয়ে দেয়া হয়েছে তারসাথে স্কুলের কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে
আমরা অচিরেই উপজেলা সহকারি শিক্ষা অফিসারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেব।

শিক্ষার্থীদের অভিভাবক এবং এলাকাবাসীর দাবি অতিদ্রুত এই গোখরা সাপের আতংক থেকে তাদের উদ্ধার করা হোক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ