আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

হাতীবান্ধার প্রাচীনতম বৈদনাথ পুজাঁ ও মেলা স্থগিত

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

 

করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে লালমনিরহাট জেলার হাতীবান্ধার অনেক পুরোনো বৈদনাথ পুজাঁ ও মেলা স্থগিত করেছে উপজেলার নওদাবাস ইউপি চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া।

করোনাভাইরাসের প্রকোপে উদ্বিগ্ন গোটা বিশ্বের মানুষ। চীন, ইতালির দুঃসহ পরিস্থিতি কারও অজানা নয়। সময়ের সঙ্গে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। এখন পর্যন্ত অনেক দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্ত ৭০ রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আটজনের মৃত্যুও হয়েছে।

ভাইরাসটির প্রতিষেধক এখনও আবিষ্কৃত না হওয়ায় মানুষের মনে উদ্বিগ্নতা বাড়ছে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চললে এ ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব।

প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণরোধে সরকারি পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া।এক সাক্ষাৎকারে তিনি বলেন, যা মেনে চললে করোনার প্রকোপ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।সেগুলো মেনে চলতে হবে।

তিনি আরো বলেন,শুধু আমাদের দেশ না পৃথিবীর অনেকগুলো দেশে এ ভাইরাস ছড়িয়েছে। এই করোনাভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় নিজেদের সচেতনতা।

তাই তিনি,আজ শনিবার(০৪ এপ্রিল) নওদাবাস ইউনিয়নের বিভিন্ন স্হানে মাইকিং এর মাধ্যমে সবাইকে জানিয়ে দেন।এছারাও নিজের ফেসবুকে পোষ্টের মাধ্যমে পুজাঁ স্থগিতসহ করোনার নিয়ে সরকারের সকল নিয়ম মেনে চলার আহবান করেন।আপদকালীন সময়ে অতিবাহিত হলে পুনরায় পুজোর তারিখ বিভিন্ন প্রচারে মাধ্যমে জানানো হবে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ