আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২৪ ইং

ধামরাইয়ে  আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থী নৌকায় সমর্থন 

রনজিত কুমার পাল (বাবু),নিজস্ব প্রতিবেদক: 

ধামরাইয়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীরা নৌকাকে সমর্থন দিয়ে একে একে সরে দাঁড়াচ্ছেন ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের জনপ্রিয়তার কাছে নৌকার প্রার্থীরা কোণঠাসা থাকা সত্যেও একে একে নির্বাচনী মাঠ ছেড়ে দিচ্ছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।

ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।”- এই বিষয়টি সময়ের পরিক্রমায় উপলব্ধি করে প্রিয় নেতার আহবানে সাড়া দিয়ে ঢাকার জেলার ধামরাইয়ে সূয়াপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সোহরাব আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব কফিল উদ্দিন কে নৌকা প্রতিক কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে  ঢাকা জেলার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ১১ই নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর প্রতি সমর্থন দিয়ে দলের স্বার্থে,

শ্রদ্ধেয় নেতা ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্হানীয় ঢাকা-২০ ধামরাই আসনের সাংসদ জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর নির্দেশে সূয়াপুর ইউনিয়ন পরিষদ এর নির্বাচনে বর্তমান চেয়ারম্যান এবং বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ( সোহরাব) নির্বাচন থেকে সরে গিয়ে নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব মোঃ কফিল উদ্দিন এর পক্ষে সমর্থন জানিয়েছেন।

এদিকে শুক্রবার (৫ নভেম্বর) ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিক নিয়ে  জনপ্রিয়তার প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন অবশেষে ধামরাইয়ের স্হানীয় সাংসদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর আহবানে সাড়া দিয়ে নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন কে সমর্থন দিয়ে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেন।

এ’বিষয়ে ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোঃ সিরাজ উদ্দিন সিরাজ বলেন – আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন ও রোয়াইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী আবুল কালাম সামসুদ্দিন মিন্টু নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন কে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নৌকা পক্ষে কাজ করার ঘোষণা দিয়ে সরে দাঁড়ানোর জন্য ধনবাদ জানিয়ে বলেন।

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না।
নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়ন ও অগ্রগতির প্রতিক,নৌকা শান্তি ও সমৃদ্ধির প্রতিক। সমগ্র বাংলাদেশে নৌকার গনজোয়ার বইছে বিশেষ করে ধামরাই উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনগন উন্নয়ন,

অগ্রগতি ও শান্তির প্রতিক নৌকাকে বেছে নিয়েছেন তা প্রতিটি সভা,উঠোন বৈঠকে হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ ও তাদের অভিব্যক্তই বুঝা যাচ্ছে নৌকার বিজয়ের আগমন বার্তা,নৌকার বিজয় নিশ্চিত।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ