আজ ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৪ ইং

ধামরাইয়ে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আব্দুস সালাম রুবেল :

রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলায় বাংলাদেশ নির্বাচন কমিশন ও ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন -২০২১ উপলক্ষে চেয়ারম্যান, সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্য আসনের সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১শে নভেম্বর -২০২১) বিকেল পাঁচটায় ধামরাই উপজেলা পরিষদের চত্বরে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শহীদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে এ’সময় বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার (বিপিএম পিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা নাহার,ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন অফিসার মাহফুজা আক্তার,ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মুনীর হোসাইন খান, ধামরাই উপজেলা নির্বাচন অফিসার আয়েশা আক্তার প্রমূখ।

এ’মতবিনিময় সভায় প্রধান অতিথি ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম মহোদয় বলেন- আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকল পদে অংশ গ্রহণকারী সকল প্রার্থীদের সবার আগে নির্বাচনী আচরণবিধি জানা খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়।নির্বাচনী আচরণবিধিতে কযটি ধারা,কয়টি উপ-ধারা
আছে,কি করা যাবে,কি করা যাবে না।সা

র্বিকভাবে সকল বিষয় সঠিক ভাবে জেনে অবগত হয়ে নির্বাচনের কাজ শুরু করা উচিত।

যদি কোন প্রার্থী বা একাধিক প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাহলে ঐ সকল প্রার্থীদের
বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ