আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং

আত্রাই নদীতে গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ

মোঃ ফিরোজ হোসাইন,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে আত্রাই নদীতে গোসল করতে নেমে আঁখি আক্তার নামে একটি
শিশু নিখোঁজ ৷ উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের
ভর-তেতুলিয়া গ্রামে মঙ্গলবার ৫ অক্টোবর দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আঁখি ভর-তেতুলিয়া গ্রামের ক‍্যান্সারে মৃত আলমগীরের মেয়ে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন।আত্রাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ মইনুর রহমান জানান, বগুড়া থেকে আঁখি তার মায়ের সাথে খালুর বাড়িতে বেড়াতে আসে।

আঁখি আক্তার মঙ্গলবার দুপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।
আত্রাই ফায়ার স্টেশনে ডুবুরি দল না থাকায় রাজশাহী থেকে ডুবুরি দল নিয়ে এসে খোঁজার সন্ধান শুরু করেছে স্থানীয় জেলেদের সহযোগীতায় নদীতে জাল ফেলে সন্ধানের চেষ্টা চালানো হইতেছে৷

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এখন পযর্ন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ