আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

সরাইলে “অরুয়াইল পাকশিমূল চুন্টা কল্যাণ সমিতি”র খাদ্য সামগ্রী বিতরণ

হাসনাত কাইয়ূম, সরাইল প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়াস্থ অরুয়াইল,পাকশিমুল ও চুন্টা কল্যাণ সমিতি(অপচু) পক্ষ থেকে সরাইল উত্তরাঞ্চলের লক ডাউনের কারণে শ্রমহারা অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ২ এপ্রিল সকাল ১১টায় অরুয়াইল সিএনজি স্টেশন ও দুবাজাইল -অরুয়াইল রাস্তায় মোটর সাইকেল স্ট্যান্ডে তিন ইউনিয়নের ৩০০ জন ভিক্ষুক,ভ্যানচালক, ভবঘুরে, দিন মজুর,ফেরিওয়ালা, চায়ের দোকানদারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, তৈল ইত্যাদি বিতরণ করা হয়।

এ সময় উপ‌স্হিত ছি‌লেন সংগঠনের প্রতিষ্ঠিতা সভাপতি এড. মুখলেছুর রহমান,সাধারণ সম্পাদক মো.এনামুল হক (এনাম),সাংগঠনিক সম্পাদক ও সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো.সিরাজুল ইসলাম, পাক্ষিক ” দেশ কন্ঠ” পত্রিকার উপদেষ্টা মোঃ আসিফ ইকবাল খোকন ও সাংবাদিক মনসুর আলী সহ সমিতির অন্যন্য সদস্যবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ