মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে জাহিদুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।বুধবার দিবাগত রাতে উপজেলার বালুঘা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত জাহিদুল ইসলাম বালুঘা গ্রামের মৃত রফাতুল্লাহ এর ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী । পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী জানান , মাদকবিরোধী পুলিশের চলমান অভিযানের সময় বালুঘা এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ী পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ জাহিদুল ইসলাম কে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুই রাউন্ড গুলি, ৪ টি হাসুয়া ও ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেট , ৬৫ গ্রাম হিরোইন উদ্ধার করেছে পুলিশ।