মোঃমশিউর রহমান ইসাদ, রংপুর প্রতিনিধি,
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর বিভিন্ন থানা, ডিবি, ট্রাফিক পুলিশ সম্মলিতভাবে জনসাধারাণকে করোনার ভয়াবহতা সংক্রান্তে সচেতন করার জন্য এবং করোনার সংক্রামনরোধে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকার মহাসড়ক, মোড়ে মোড়ে পুলিশিং চেকপোস্ট ও বিভিন্ন অলি-গলির ভিতর টহল ডিউটি জোড়দার ও জেনা করেছে। মেট্রোপলিটন পুলিশ মাইক ও হ্যান্ড মাইক ব্যবহার করে এবং বিভিন্নভাবে শোভাযাত্রার মাধ্যমে করোনার ভয়াবহতা ও তার প্রতিকার সম্পর্কে জনগণকে সচেতন করে তুলছে।