মোঃমশিউর রহমান ইসাদ , রংপুরঃ
রংপুর মেডিক্যাল কলেজে করোনাভাইরাস শনাক্তকরণে বসানো হয়েছে পিসিআর মেশিন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে করোনাভাইরাস শনাক্তকরণের নমুনা সংগ্রহের কাজ শুরু করা হবে। একদিনে পরীক্ষা করা যাবে অন্তত ৯৬টি নমুনা।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এ কে এম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, কলেজের অনুজীব বিজ্ঞান বিভাগে করোনা নমুনা পরীক্ষার ল্যাব নির্মাণের কাজ চলছে । মেশিন স্থাপনের জন্য সব প্রয়োজনীয় যন্ত্রপাতি এসেছে। তিনি আরো বলেন, আগামীকাল থেকে পূর্ণাঙ্গভাবে ল্যাবরেটরি ও নমুনা পরীক্ষার কাজ শুরু করা সম্ভব হবে। পিসিআর মেশিনে একটি পরীক্ষা হতে সাধারণত চার থেকে ছয় ঘণ্টা সময় লাগে। তবে একই সঙ্গে ৯৬টি নমুনা পরীক্ষা করা যায়। অর্থাৎ একই দিনে ৯৬ জন রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব।
রংপুর বিভাগের আট জেলার সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা পরীক্ষা হবে করা হবে এই পিসিআর মেশিনে। এতদিন এই মেশিন না থাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করা হতো।