আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন অবিলম্বে চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ শহর বাসীকে রেল বঞ্চিত করার চক্রান্ত রুখে দিতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন অবিলম্বে চালুর দাবিতে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে রেল বাচাঁও আন্দোলনের আহবায়ক মাহবুবে খোদা টুটুলের সভাপতিত্বে আন্ত:নগর ট্রেনের সকল সুবিধা নিশ্চিত করতে ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন অবিলম্বে চালু করার দাবিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু, রেল বাচাঁও আন্দোলনের সদস্য সচিব নব কুমার কর্মকার, সিরাজগন্জ প্রেস ক্লাবেরর সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এর ষ্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, সদস্য ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ গৌর, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন, পৌর কাউন্সিলর শাহাদাত হোসেন, নাট্য ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, সিরাজগন্জ নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ, সিরাজগঞ্জ এক্সপ্রেস নিউজের চিফ রিপোর্টার খালিদ হৃদয়, চেম্বার অব কমার্স এর সদস্য রেজাউল করিম রঞ্জু সহ সিরাজগঞ্জ শহর বাসী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা আগামী ৫ই সেপ্টেম্বরের মধ্যে সিরাজগঞ্জ এক্সপেস ট্রেন চালু সহ বিভিন্ন সুযোগ সুবিধা গুলো পুনরায় সিরাজগঞ্জ জেলার সাথে সংযোগ করতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ