আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ ইং

জীবাণু নাশক ছিটাচ্ছে নওগাঁয় চকএনায়েতে সমিতির যুবকরা

মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রতিনিধিঃ

সারা বিশ্বজুড়ে করোনাভাইরাস তৈরি করেছে দূর্যোগ। বিশ্বস্বাস্থ্য সংস্থা ঘোষিত এ মহামারি হয়ে ওঠেছে অপ্রতিরোধ্য। এটি খুব দ্রুততর গতিতে একজন থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়ছে। এ ভাইরাসের সবচেয়ে ভয়ংকর দিক হলো, এটি বার বার মিউটেশন অর্থাৎ জিনগত গঠন নিজেই পাল্টে ফেলছে। এ কারণেই কোভিট-১৯ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করা খুব কঠিন হয়ে পড়েছে। করোনা ভাইরাস এটা একটা যুদ্ধ। ভয়ানক একটা ছোঁয়াচে ভাইরাসের বিরুদ্ধে আমাদের অঘোষিত যুদ্ধ। আমাদের যুদ্ধ কৌশল হলো আমরা এ ভাইরাসকে আমাদের শরীর স্পর্শ করতে দিবনা। তার জন্য যত ধরণের নিয়ম আছে তা পালন করে যাব৷ সাময়িক কষ্ট হলেও তা করব। করোনা পরিস্হিতি মোকাবিলায় জনবান্ধব সরকার, সরকারের জেলা-উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সেনাবাহিনী, পুলিশ বিভাগ, তথ্য বিভাগ এবং জনপ্রতিনিধিগণ নিরলস কাজ করে যাচ্ছে৷

এরই ধারাবাহিকতায় নওগাঁর প্রাচীনতম ও ৮০ বছরের ঐতিহ্যবাহী চকএায়েত যুবক সমিতির উদ্যোগে রুবির মোড়, দয়ালের মোড়, বউ বাজার, মন্ডল পাড়া, কাঁচাবাজার সহ বিভিন্ন জায়গায় জীবাণু নাশক স্প্রে করেছে। এসময়ে উপস্থিত ছিলেন, সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদকসহ সদস্য বৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ