মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন ছাত্রলীগ ও বান্দাইখাড়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সৌজন্যে ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার সেতুর সার্বিক সহযোগীতায় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আজমুল হোসাইন (নির্জন) ও বান্দাইখাড়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত জয় এর উদ্যোগে
২৯ শ মার্চ ২০২০ ইং রবিবার
হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজার ও পার্শ্ববর্তী এলাকায় নিম্ন আয়ের ২০০ জন মানুষের মাঝে মাস্ক ও হান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
এসময় করানা ভাইরাস মোকাবেলায় সচেতনতা তৈরির লক্ষ্যে লোকজনদের নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়া ও বাহির চলাচলের সময় মাস্ক ও হান্ড স্যানিটাইজার ব্যাবহারের জন্য সকলকে সচেতন করা হয়।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সেতু ও সাংগঠনিক সম্পাদক মো. আজমুল হোসাইন (নির্জন) জানান কেন্দ্রের নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধ ও মানবিক সঙ্কট কাটিয়ে না ওঠা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ মানুষের পাশে থাকবে।
উল্লেখ্য, গত ২০ মার্চ ছাত্রলীগর কেন্দ্রীয় সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভোট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সব ইউনিটের মেডিকেল টিমের সময় হান্ড স্যানিটাইজার তৈরি, মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিলি করার নির্দেশ দেওয়া হয়।