আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁয় রাতে হত দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দিলেন ডিসি

মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় মানুষের বাড়ি বাড়ি গিয়ে রাতে হত দরিদ্রদের খাবার পৌছে দিলেন ডিসি
করোনা মোকাবেলায় জনসমাগম এড়াতে কর্মহীন হয়ে পড়া দিন মজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে গিয়ে রাতের আঁধারে ঘুরে ঘুরে খাবার পৌছে দিচ্ছেন নওগাঁর জেলা প্রশাসক। রবিবার গভীর রাতে সদর উপজেলার কীর্ত্তিপুর ও আশেপাশের এলাকায় এই কার্যক্রম চালানো হয়।

এসময় জেলা প্রশাসক হারুন অর রশিদের সাথে সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প কর্মকর্তা মাহবুবুর রহমান রাতভর ঘরে- ঘুরে ঘুরে দরিদ্র পরিবারগুলোকে নিজে গিয়ে চাল, ডাল, ভোজ্য তেল, চিড়া ও অন্যান্য খাদ্য সামগ্রী ২৫ কেজি ওজনের একটি করে প্যাকেট বিতরন করেন।

এসময় জেলা প্রশাসক জানান, করোনা মোকাবেলায় কয়েক দিন ধরে বন্ধ যানবাহন চলাচল। বন্ধ হয়ে গেছে অনেক কল কারখানা-দোকান ও বিপনী বিতান। ঘর থেকে বেড় হচ্ছেন না। অসহায় হয়ে পড়েছে অনেক দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। জন সমাগম এড়াতে এসব অসহায় মানুষকে সহযোগিতা করতে রাতের আঁধারে তাদের বাড়িতে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এছাড়াও ১১ টি উপজেলায় এসব দরিদ্র মানুষের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তাছাড়াও এসব কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহবান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ