মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ম আয়ের মানুষের বাড়িতে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক ভাবে এক হাজার পরিবারের ঘরে ঘরে মানবিক সহায়তা হিসেবে সরকারি খাদ্য ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১/২ কেজি ডাল, ১/২ লিটার তেল ও ১টি করে স্যাভলন সাবান বিতরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় সোমবার বেলা ১২ টায় উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পত্নীতলা ইউএনও মো: লিটন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, পত্নীতলা থানা ওসি পরিমল কুমার চক্রবর্তী প্রমুখ।
ইউএনও মো: লিটন সরকার বলেন, কুলি, শ্রমিক-দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে সরকারি এই কর্মসূচি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পর্যন্ত অব্যাহত থাকবে।
ইউএনও আরো বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সকলকে পরিস্কার পরিচ্ছন্ন ও নিজ বাড়িতে অবস্থানের অনুরোধ জানান।