আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হবে ১০০ শয্যাবিশিষ্ট

নিজস্ব প্রতিবেদক :

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল্লাহিল আজম। সোমবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এখন দেশে সকল সরকারী হাসপাতালে রোগীরা সঠিক ভাবে চিকিৎসা সেবা পাচ্ছেন। তিনি সাভার সরকারি হাসপাতালে সকল ধরণের সুযোগ সুবিধা দিয়ে আরও উন্নতি করণের প্রতিশ্রুতি দেন। সাভার উপজেলায় এপর্যন্ত ৯০ হাজারের বেশি ভ্যাক্সিন ডোজ প্রদান করায় তিনি আশ্চর্যান্বিত হন। এ সময় তিনি সাভারের সমগ্র ভ্যাক্সিনেশন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। নারী এবং পুরুষদের আলাদা আলাদা বুথে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে চলমান ভ্যাক্সিন কার্যক্রম খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছিলো। এব্যাপারে তিনি বলেন, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র চলমান ভ্যাক্সিন প্রদান কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে চলছে। এই অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে টিকা প্রদান কার্যক্রম সড়িয়ে আনাটা খুব চমৎকার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে সাভার কলেজে। আলাদা স্থানে ভ্যাক্সিনেশন এবং নমুনা সংগ্রহ করায় করোনাক্রান্ত এবং সুস্থদের সংমিশ্রণের ঝুঁকি থাকছেনা। এরপর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, স্বার্বিক অবস্থা বিবেচনা করে আমাদের সাভার উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার ব্যাপারে সার্বিক সহায়তা করার আশ্বাস দিয়েছেন যুগ্ম সচিব। তিনি এজন্য প্রয়োজনীয় সকল ধাপ পূরণে সহায়তা করবেন এবং প্রয়োজনীয় জনবল দিবেন বলে জানিয়েছেন। পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামসহ অনেকেই। উল্লেক্ষ্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট। এর আগে সাভারের আমিনবাজারের ২০ শয্যা হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে গড়ে তোলার জন্য কাজ শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ