আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ট্যানারিতে আসতে শুরু করেছে কাঁচা চামড়া

নিজস্ব প্রতিবেদক :

সাভারের হেমায়েতপুরের ট্যানারিপল্লিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে কাঁচা চামড়া। বেড়েছে শ্রমিকদের কর্মব্যস্ততা। অথচ, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বেশিরভাগই শ্রমিকদের মুখে নেই মাস্ক। কারও সাথে থাকলেও রেখেছেন থুতনির নিচে। নেই সামাজিক দূরত্বের বালাই। এক কথায় স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীনতা। অজুহাতের যেন শেষ নেই শ্রমিকদের।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে ট্যানারি পল্লীর কয়েকটি ট্যানারীতে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

আরও দেখা গেছে, ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থান থেকে ট্রাকযোগে চামড়াগুলো আনার পর শ্রমিকদের দিয়ে লবন জাত করে সংরক্ষণ করে ট্যানারীর গুদামে চামড়া রাখা হচ্ছে।

জানা গেছে, বিসিক শিল্প নগরী ট্যানারীতে গতকাল বিকাল থকেই আসতে শুরু করেছে চামড়া। ছোট-বড় মিলিয়ে ১২৫ টি ট্যানারিতে এখন আসছে জাতীয় এই সম্পদ। ৮০ লাখ গবাদি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবারের কোরবানির ঈদে। দেশে প্রতিবছর প্রায় দেড় কোটি গবাদি পশুর চামড়া ক্রয় করা হয়। যার ৮০ ভাগ চামড়াই সংগ্রহ করা হয়ে থাকে কোরবানির ঈদকে ঘিরে।

গতকাল ঈদের দিন বিভিন্ন মাদ্রাসায় ঘুরে চামড়া কিনেছেন মিলন নামের এক চামড়া ব্যবসায়ী। তিনি চামড়াগুলো কাল সন্ধ্যায় নিয়ে এসেছিলেন ট্যানারীতে। কিন্তু চামড়াগুলো তখন কোনো ট্যানারীর গুদামে না রাখতে পাড়ায় আজ সকালে অনেক চামড়াই খারাপ হয়ে পরেছে। তাই চামড়ার দামও কমে এসেছে।

মিলন বলেন, কাল সারাদিন নগদ টাকা দিয়ে বিভিন্ন মাদ্রাসা ঘুরে ঘুরে চামড়া কিনে এনেছি৷ কিন্ত সন্ধ্যায় চামড়াগুলো নিয়ে এসেছি ট্যানারী মালিকদের কাছে তারা তখন নেই নি। তাই সারারাত চামড়া লবন ছাড়া থাকার কারণে হালকা নষ্টের পথে চেলে গিয়েছিলো। সেই চামড়াগুলো এখন অল্প দামে বিক্রি করতে হচ্ছে৷

আজমেরী ট্যানরীর ব্যবস্থাপনা পরিচালক সাহিদুল ইসলাম বলেন, আমরা সরকার নির্ধারীত দামেই চামড়া কিনছি। কাল থেকে কিনে চড়বি কেটে ফেলে লবন মেখে সংরক্ষণ শুরু করা হয়েছে। আশা রাখি এবার আমাদের চামড়ার কোনো ঘাটতি থাকবে না৷

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক সাখওয়াত উল্লাহ বলেন, গতকাল (২১ জুলাই) সন্ধ্যা থেকেই ট্যানারি গুলোতে কাঁচা চামড়া আসা শুরু হয়েছে। গত বছরের ন্যায় এবারও ৮০ লাখ গবাদি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবারের কোরবানির ঈদে। সরকারের বেঁধে দেয়া দামের মধ্যেই এবার তারা মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ করেছেন। চামড়া পরিবহনের বিষয়টি আগামীকাল থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের আওতামুক্ত রাখায় ট্যানারিোতে চামড়ার সংকট হবে না। আর গত দুই বছর যাবৎ ব্যবসার পাশাপাশি আমাদের শ্রমিকদের সুরক্ষার দিকে বেশি গুরুত্ব দিয়েছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ